05 September 2021

টোকিও ২০২০ প্যারা অলিম্পিকে ৫টি সোনা সহ রেকর্ড ১৯টি পদক নিয়ে ভারত ২৪তম স্থানে রয়েছে।

 ভারত গেমসে ৯ টি ক্রীড়া শাখায় ৫৪ টি প্যারা-ক্রীড়াবিদদের সবচেয়ে বড় দল পাঠায়। ব্যাডমিন্টন এবং তায়কোয়ান্দো টোকিওতে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে, উভয় খেলায় ভারত প্রতিনিধিত্ব করেছিল।


মোট ১৬২ টি দেশের মধ্যে, ভারত সামগ্রিক পদক তালিকায় ২৪ তম স্থান অর্জন করেছে। 

টোকিও প্যারা অলিম্পিকে ভারতীয় দল থেকে স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন:

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্টান্ডিং এ -অবনী লেখারা,

পুরুষদের সিঙ্গেল এসএল  ব্যাডমিন্টনে প্রমোদ ভগত, 

পুরুষ একক এসএইচ  ব্যাডমিন্টনে কৃষ্ণ নগর,

পুরুষদের জ্যাভেলিন থ্রো এফ ৬৪ এ- সুমিত আন্টিল

এবং মণীশ নারওয়াল মিশ্র ৫০ মি পিস্তলে।  


রৌপ্য পদকপ্রাপ্তরা হলেন: 

মহিলা একক শ্রেণী ৪ টেবিল টেনিসে ভাবিনাবেন প্যাটেল, 

মিশ্র ৫০ মি পিস্তল তে সিংরাজ আধনা, 

পুরুষদের ডিস্ কাস F56 তে যোগেশ কাঠুনিয়া, পুরুষদের হাই জাম্প T47 এ নিষাদ কুমার, পুরুষদের হাই জাম্প T63 এ মারিয়াপ্পান থাঙ্গভেলু, 

পুরুষদের হাই জাম্প T64 এ প্রবীণ কুমার,

পুরুষদের জ্যাভেলিন F46 তে দেবেন্দ্র ঝাজরিয়া, এবং পুরুষদের একক ব্যাডমিন্টন SL4 তে সুহাস ইয়াতিরাজ। 

ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা হলেন: 

মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩নং পজিশনে এসএইচ ১ -এ অবনী লেখারা,

পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারিতে হরবিন্দর সিং, 

পুরুষদের হাই জাম্প টি ৬৩ -এ শরদ কুমার,

পুরুষদের জ্যাভেলিন থ্রো এফ ৪৬ -এ সুন্দর সিংহ গুর্জার, 

পুরুষ একক ব্যাডমিন্টন এসএল ৩ -এ মনোজ সরকার এবং 

সিংরাজ আধানা পুরুষদের ২০ মিটার এয়ার পিস্তলে । 




No comments:

Post a Comment