09 December 2018

আপনার মোবাইলে কি এই অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করা আছে, তাহলে দেরি না করে এক্ষুনি তা মুছে ফেলুন।

গুগল তার প্লে স্টোর থেকে ২২ টি অ্যাপ্লিকেশন মুছে ফেলেছে। যেগুলি গোপনভাবে আপনার সব তথ্য  ডাউনলোড করে নিচ্ছে। এই অ্যাপ্লিকেশন গুলি যৌথভাবে ২ মিলিয়নেরও বেশি  প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। তার মথ্যে স্পার্ক ফ্ল্যাশলাইট ২০১৬  সালে গুগল প্লে-তে প্রবেশ  করে এবং সেখান থেকে ১ মিলিয়নেরও বেশি  ডাউনলোড করা হয়েছিল। 
২২ টি অ্যাপ্লিকেশনের তালিকা নিচে দেওয়া হলো: ১) স্পার্ক ফ্ল্যাশলাইট ২) স্নেক এটাক ৩) ম্যাথ সলভার ৪) শেপস্পোর্ট ৫) টেক এ ট্রিপ
৬)  ম্যাগনিফেয়ি ৭) যোগ দিন ৮) জুম্বারী হত্যাকারী ৯) স্পেস রকেট ১০) নিওন পং ১১) জাস্ট টর্চলাইট ১২) টেবিল সকার ১৩) ক্লিফ ডাইভার ১৪) বক্স স্ট্যাক ১৫) জেলি স্লাইস ১৬) কে ব্ল্যাকজ্যাক ১৭) কালার টাইলস ১৮) এনিম্যাল ম্যাচ ১৯) রুলেট ম্যানিয়া ২০) হ্যাক্সফ্ল ২১) হেক্সা ব্লক ২২) পয়ারজ্যাপ। 
আপনার মোবাইলের তথ্য নিরাপদ রাখতে এক্ষুনি ওপরের অ্যাপ্লিকেশন গুলি মুছে ফেলুন।

No comments:

Post a Comment