12 December 2018

জেনে নিন কেন আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড আগামী ৩১শে ডিসেম্বর ব্লক হয়ে যাবে-

আপনি কি ডেবিট আর ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সাবধান! এগুলি ৩১শে ডিসেম্বরের পর ব্লক হয়ে যাবে।এসবিআই সহ বেশিরভাগ ব্যাংক ইতিমধ্যেই তাদের গ্রাহকদের জানিয়ে দিয়েছে যে তাদের পুরনো কার্ড পরিবর্তন করে তারা যেন নতুন কার্ড গ্রহণ করে। পুরনো কার্ডগুলি ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া আছে। এগুলি আর ব্যবহার করা যাবে না। এখন থেকে শুধু মাত্র EMV চিপ লাগানো কার্ডগুলি লেনদেনের জন্য ব্যবহার করা যাবে। এই নতুন কার্ডগুলি যদি আপনার কাছে না থাকে তাহলে এখনই ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। ব্যাংকগুলি বিনা পয়সায় আপনাকে নতুন কার্ড দেবে।
২০১৫ সালের এক নির্দেশিকায় ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়ে ছিল যে ব্যাংকগুলি যেন সব ম্যাগনেটিক স্ট্রিপ যুক্ত কার্ডগুলি পরিবর্তন করে নতুন বিশ্বমানের সুরক্ষিত EMV চিপ লাগানো কার্ড গ্রাহকদের সরবরাহ করে এবং তা করতে হবে ৩১শে ডিসেম্বর ২০১৮ এর মধ্যে।
আসলে নতুন চিপ প্রযুক্তির কার্ডগুলো লেনদেনের জন্য অনেক সুরক্ষিত এবং জালিয়াতির সম্ভাবনাও অনেক কম।

No comments:

Post a Comment