21 January 2019

জেনে নিন ঠিক মত আয়কর না দিলে আপনার কি ভোগান্তি হতে পারে-

আপনি কি আপনার আয়কর রিটার্ন  এখনও জমা দেন নি? যদি আপনি আইন অনুযায়ী আয়কর না দিয়ে থাকেন তাহলে আপনার জরিমানা সহ জেল ও হতে পারে।

যদি আপনি আয় গোপন রাখেন এবং আয়কর জমা না দেন তাহলে আপনার জরিমানা সহ ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

আয়কর ফাঁকি ঠেকাতে এবং আয়কর সংগ্রহ বাড়াতে আয়কর দপ্তর কাজ শুরু করে দিয়েছে। তারা কালো টাকা এবং বড় লেনদেনের ওপর কড়া নজর রাখছে। আয়কর দপ্তর ইতিমধ্যেই আয়কর  ডিফল্টারদের নোটিশ পাঠাতে শুরু করেছে।

আপনি যদি  জরিমানা এবং জেল খাটা এড়াতে চান তাহলে আপনি নিচের বিষয়গুলির জেনে রাখুন।

১)  যদি আপনি সেল্ফ এসেসমেন্ট এ এখনও আয়কর জমা দিয়ে না থাকেন তাহলে আপনি ডিফল্টার হিসাবে গণ্য হবেন। এক্ষেত্রে আপনাকে বকেয়া আয়করের সমান টাকা জরিমানা হিসাবে দিতে হবে।

২)  যদি আপনি ডিমান্ড নোটিশ পেয়ে থাকেন এবং তা ৩০ দিনের মধ্যে পেমেন্ট না করে থাকেন তাহলে আপনি ডিফল্টার হিসাবে গণ্য হবেন। এক্ষেত্রেও আপনাকে বকেয়া ডিমান্ডের সমান টাকা জরিমানা হিসাবে দিতে হবে।

৩)  যদি আপনি আয়কর রিটার্নে ভুল তথ্য দেন সেক্ষেত্রে আপনার জরিমানা বকেয়া আয়করের ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

তাছারা যদি আপনি নিচের লেনদেন গুলো করে থাকেন তবে জানবেন আয়কর দপ্তর আপনার ওপর নজর রাখছে।

১)  যদি কোনো রকম লেনদেন নগদে ২ লাখ টাকার বেশী করে থাকেন।

২) স্থায়ী সম্পত্তি বেচাকেনার ক্ষেত্রে যদি আপনি ২০ হাজার টাকার বেশী নগদ লেনদেন করে থাকেন। এক্ষেত্রে আপনার জরিমানা নগদ লেনদেনের   ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

৩)  আপনি যদি আপনার ব্যবসায়িক কোনো লেনদেন নগদে ১০ হাজার টাকার বেশী করে থাকেন।

৪)  যদি আপনি কোনো রেজিস্টার্ড ট্রাস্ট বা রাজনৈতিক দল গুলিকে নগদে ২ হাজার টাকার বেশী দান হিসাবে দিয়ে থাকেন।

৫)  যদি আপনি স্বাস্থ্য বিমার টাকা নগদে পেমেন্ট করে থাকেন।

এসব ক্ষেত্রে আপনাকে নগদের পরিবর্তে চেক, ডিমান্ড ড্রাফট বা ইলেকট্রনিক ব্যাংক পেমেন্ট করতে হবে।

সুতরাং আপনি সচেতন হোন এবং আইন অনুযায়ী সময়মত সঠিক আয়কর জমা করুন। যদি আপনি এখনও আপনার ২০১৮-১৯ সালের আয়কর জমা দিয়ে না থাকেন তাহলে সেটা ৩১শে মার্চ ২০১৯ এর মধ্যে করে ফেলুন এবং শান্তিতে থাকুন।

No comments:

Post a Comment