24 January 2019

মুকেশ অম্বানি এবার গুগল, নেটফ্লক্স, স্পটিফি এবং ফেসবুকের সাথে প্রতিদ্বন্দ্বিতার দিকে নজর দিয়েছেন-

মুকেশ অম্বানি ভারতে মোবাইল পরিষেবায় আলোড়ন আনার পর এবার  ইন্টারনেট এবং ভিডিও স্ট্রিমিং জায়ান্ট যেমন গুগল, নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং স্পটাইফ এর সাথে লড়াইতে নামতে চাইছেন।

মুকেশ আম্বানির টেলিকমে  জিওর রমরমার ব্যবসার জন্য ভারতের বাকী টেলিকম কোম্পানীগুলি প্রায় গুটিয়ে বসতে চলেছে। বর্তমানে জিওর গ্রাহক বেস প্রায় ২৪ কোটি। এবারে অম্বানির দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনার আরও উচ্চাভিলাষী। এবারে জিওর  প্রতিযোগীতা এয়ারটেল বা ভোডাফোনের সাথে নয়। অম্বানি এবার গুগল, নেটফ্লক্স, স্পটিফি এবং ফেসবুকের সাথে প্রতিদ্বন্দ্বিতার দিকে নজর রেখেছেন।

অম্বানি বলেন, পেহলা টিভি, পেহলা ক্যামেরা, পেহলা ইন্টারনেট এবং পেহলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)  প্রতি মাসে মাত্র ১০০ টাকা খরচ করেই ভারতে পাওয়া যেতে পারে। তিনি আরোও বলেন
ভারতে প্রতিটি ফোন একটি ৪ জি-সক্ষম ফোন হবে এবং প্রতিটি গ্রাহকের ৪ জি সংযোগের অ্যাক্সেস থাকবে।

No comments:

Post a Comment